নিজস্ব প্রতিবেদক : হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ জামাল আহমদ সভাপতি ও ডাঃ সালাউদ্দিন জামালকে সাধারণ সম্পাদক করে ২৫সদস্য বিশিষ্ট গুহাফা কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।
৬মে (শুক্রবার) সকাল ১১টায় হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন মিলনায়তন হলরোমে কার্যকরী পরিষদ গঠন উপলক্ষ্যে বিশেষ সভা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ জামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাবেক মেম্বার ছালেহ আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাষ্টার কামাল আহমদ, কফিল আহমদ, আবুল কালাম সওদাগর, শাকের আহমদ, মমতাজুল ইসলাম মনু, মাষ্টার শাহ আলম, এডভোকেট রফিকুল আলম, মাওলানা এসএম সাইফুল্লাহ, ক্বারী নুরুল ইসলাম, আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ জামাল আহমদ বিগত সভার কার্য্যবিবরণী পাঠ ও অনুমোদনের পর ফাউন্ডেশনের লাইব্রেরী নতুন আঙ্গিকে সংস্করণ ও উদ্বোধন, ফাউন্ডেশনের মরহুম সভাপতি সফিক আহমদ (বি,কম), প্রভাবশালী সদস্য মাওলানা ফরিদ আহমদের মৃত্যুতে শোক প্রস্তাব পাস করেন। বিবিধ আলোচনায় মাওলানা এসএম সাইফুল্লাহর বিদায় এবং ডাঃ আবু বকর আল মামুনকে সদস্য নিয়োগের বিষয়ে আলোচনা শেষে গুহাফা কার্যকরী পরিষদ গঠনের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত সকলের সম্মতিক্রমে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ জামাল আহমদকে সভাপতি, আলহাজ¦ ছালেহ আহমদ, কায়সার উদ্দিন আহমদ, মাষ্টার শাহ আলম, উম্মে হানি মুমু সহসভাপতি, ডাঃ সালাহ উদ্দিন জামাল সাধারণ সম্পাদক, আরিফুল ইসলাম সহসাধারণ সম্পাদক, মমতাজুল ইসলাম মনু সাংগঠনিক সম্পাদক, মাষ্টার কামাল আহমদ অর্থ সম্পাদক, ডাঃ আবু বকর আল মামুন স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, মাওলানা শাকের আহমদ শিক্ষা বিষয়ক সম্পাদক, কফিল আহমদ সমাজ কল্যাণ সম্পাদক, মৌলানা মোঃ আয়াজ উদ্দিন প্রচার সম্পাদক, উম্মে হুমাইরা মহিলা বিষয়ক সম্পাদক, হাফেজ এনামুল মঞ্জুর ধর্মবিষয়ক সম্পাদক, সিরাজুল মনোয়ার, এডভোকেট রফিকুল আলম, গিয়াস উদ্দিন চৌধুরী, মাওলানা রফিক উদ্দিন, মোঃ জাকারিয়া, আবু সাদাত আহমদ ফায়সাল বাপ্পী, আব্দুল আজিজ, সালাহ উদ্দিন কাদের চৌধুরী রুবেল, মোঃ ইউছুপ এবং মোঃ ফায়সালকে নির্বাহী সদস্য করে ২৫ সদস্যবিশিষ্ট হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।
বেশ কিছুদিন ধরে করোনাভাইরাস সংক্রমণের ফলে হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের কার্য্যক্রম কিছুটা শিথিল হয়ে পড়ে। বিকালে নবগঠিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা এবং আগামী দিনের জন্য ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে ২য় বার্ষিক সাধারণ সভা ডাঃ জামাল আহমদের সভাপতিত্বে এবং ডাঃ সালাউদ্দিন জামালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। শেষে মরহুম কার্যকরী পরিষদ সদস্যদের আতœার শান্তি কামনা, ফাউন্ডেশনের সার্বিক উন্নতি, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ###