হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনে ৫ম ডায়াবেটিস চিকিৎসা শিবির সম্পন্ন

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

জসিম উদ্দিন রানা : টেকনাফ উপজেলার অন্যতম দাতব্য ও স্বেচ্ছাসেবী সংগঠন হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনে ৫ম ডায়াবেটিস চিকিৎসা শিবির সম্পন্ন হয়েছে।
২৯নভেম্বর সকাল সাড়ে ১০টায় হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন হলরোমে ৫ম ডায়াবেটিস চিকিৎসা শিবির উপলক্ষ্যে সচেতনতামূলক সভা ফাউন্ডেশনের সভাপতি সফিক আহমদ বি,কমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাওলানা জাকের হোসাইনের পবিত্র কোরআন তেলোয়াত এবং এসএম সাইফুল্লাহর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা গুহাফার প্রতিষ্ঠাতা, সিএসসিআর হাসপাতালের এমডি এবং বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জামাল আহমদ। বক্তব্য রাখেন কক্সবাজার ডায়াবেটিস হাসপাতালের ডাঃ মুহাম্মদ মুসা,ডাঃ মফিজুল তালুকদার, সুপার ভাইজার সুব্রত সেন। এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ডাক্তার আবু বক্কর আল মামুনসহ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ। এতে ডায়াবেটিস রোগের লক্ষ,সচেতন হয়ে নিয়মানুবর্তিতা রক্ষা ও চিকিৎসকের পরামর্শ এবং সেবা গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। এরপর ডায়াবেটিস রোগের চিকিৎসা সেবা নিতে আসা লোকজনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ###