হ্নীলা ঊলুচামরীতে বসত-বাড়িতে সংঘবদ্ধ হামলা ও গু*লি*ব*র্ষ*ণে*র অভিযোগ!

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা ঊলুচামরীতে স্বশস্ত্র একটি সংঘবদ্ধ চক্র বসত-বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর এবং গুলিবর্ষণ করে আতংক সৃষ্টির অভিযোগ উঠেছে।

উলুচামরীর মৃত শহর মুল্লুকের পুত্র আব্দুস শুকুর জানান, আমার পুত্র রবি আলম আর আমার সংসার পৃথক। গত ৩১ মে বিকাল ৫টারদিকে স্থানীয় জাহেদ হোছাইনের পুত্র মিজান (২৫), আবুল হোছাইনের পুত্র শাহাব উদ্দীন (২৫), নুরুল ইসলামের পুত্র কোরবান আলী (২৮), মৃত আব্দুল মাবুদের পুত্র আব্দু মন্নান (৩০), মৃত নজির আহমদের পুত্র ইব্রাহীম (৩৫), মুহাম্মদ উল্লাহ ওরফে সোনা মিয়ার পুত্র সাইফুল ইসলাম (২৫), কামরুল ইসলাম (২৩), হামিদ হোছাইনের পুত্র আরফাত (২৩) সহ আরো অজ্ঞাতনামা ৪/৫জনের একটি গ্রæপ দেশীয় তৈরী কাটা বন্দুক, পিস্তল, দা-কিরিচ ও লাঠি-সোটা নিয়ে খুঁজতে আসে। আমার ঘরের পূর্ব পাশে আমার ছেলে রবিউল আলমকে হত্যার উদ্দেশ্যে তার বসত ঘরের দরজা ও দেয়ালে ফাঁকা গুলি ছুঁেড় এবং অকথ্য ভাষায় গালি-গালাজ করে তাকে ঘর থেকে বের হতে বলে। তখন আমার ছেলে ভয়ে প্রাণে রক্ষার্থে ঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে আমার বাড়িতে এসে আশ্রয় নিলে হামলাকারীরা পুনরায় আমার বসত ভিটায় এসে ঘরের দেয়ালে ও উপরে প্রায় ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। আমার ছেলেকে পেলে প্রানে হত্যার হুমকি দিয়ে চলে যায়। তখন আমরা ভয়ে সকলে ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করি। তারা হাঁকা-বঁকা করে চলে যাওয়ার সময় আমার ভিটা সংলগ্ন শ্যালক আব্দুস শুক্কুরের বসত ঘরে ঢুকে লোকজনদের অস্ত্রের ভয় দেখিয়ে রবিউল আলমকে বের করে দিতে বলে। না হলে তাদেরও দেখে নেওয়ার হুমকি দেয়। তাদের অব্যাহত হুমকি ও হামলার ভয়ে আমরা চলাফেরা করতে পারছিনা।

তিনি আরো জানান, আমার ছেলের সাথে কি নিয়ে এই ধরনের জঘন্য ঘটনা তা জানিনা। তারা আমার ছেলেকে মারতে না পারলে পরিবারের অন্যান্য সদস্যদের পেলে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ানোর শংকা রয়েছে। তা না পারলে ঘরে অস্ত্র অথবা মাদক দিয়ে প্রশাসনের হাতে গ্রেফতার করার ভীতি প্রদর্শন করে আসছে। আমরা এখন আতংক আর চরম নিরাপত্তাহীনতায় ভোগছি।

উক্ত বিষয়ে অভিযুক্ত মিজান এবং সাইফুল (০১৮৮৭-৩৫১৫০৬) সাথে যোগাযোগ করতে চাইলে মুঠোফোন বন্ধ থাকায় প্রকৃত ঘটনা কি বিষয়ে তা জানা যায়নি।

এলাকার কয়েকজন জানান, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এলাকায় চলাফেরা করতে দেখা যায়। তবে কি বিষয়ে তাদের মধ্যে এই জাতীয় ঘটনা তা বলতে পারছিনা। ###