হুমায়ূন রশিদ : হ্নীলা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের গঠনতন্ত্র প্রণয়ন,কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩জুন বিকাল সাড়ে ৩টায় হ্নীলা উচ্চ বিদ্যালয় হলরুমে প্রাক্তন ছাত্র পরিষদের গঠনতন্ত্র প্রণয়ন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং ইফতার মাহফিল উপলক্ষ্যে এক অনুষ্ঠান জাতীয় সংগীত পরিবেশন ও কোরান তেলোয়াতের মাধ্যমে সংগঠনের সভাপতি আলা উদ্দিন আহমেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ও কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগের প্রভাষক এহসান উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী, চট্টগ্রাম সুপ্রীম কোর্টের এডভোকেট আব্দুস শুক্কুর মাহমুদ, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক কামাল আহমেদ, জাদিমোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শাহ্ আলম, সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রশিদুল আলম চৌধুরী প্রমুখ।
এতে সংগঠনের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি তারেক মাহামুদ রনি। বিশেষ বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহেদ হোসাইন পুলক। এতে উপস্থিত বক্তারা স্কুল জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। হ্নীলা হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের ঐক্যবদ্ধ রাখার জন্য গঠিত এই সংগঠনের অত্র অনুষ্ঠানের ভূয়ঁসী প্রশংসা করেন। স্কুলের ইতিহাস, ঐতিহ্য ধরে রেখে প্রাক্তন ছাত্র পরিষদ ঐক্যবদ্ধভাবে কাজ করে মাদকমুক্ত টেকনাফ গড়তে ভূমিকা পালনের আহবান। এই সংগঠন যে ভাল কাজ সমর্থন করে তা কৃতি শিক্ষার্থী সংবর্ধনার উদ্যোগই প্রমান করে। আগামীতে সকলের ঐকমতের ভিত্তিতে অত্র সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এরপর শেষে অত্র সংগঠনের উন্নয়ন, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করে উপস্থিত সকলে ইফতারে মিলিত হয়।