হ্নীলা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হেলাল উদ্দিন : হ্নীলা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার সকাল ৮ টায় স্কুল ক্যাম্পাসে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয়, একাডেমী পতাকা ও স্কাউট উত্তোলন, সাড়ে ৮টায় শহীদ মিনারে পূষ্পম্যাল্য অর্পণ করা হয়। এরপর পরই স্কুল প্রাঙ্গন হতে এক বিশাল র‌্যালী হ্নীলা ষ্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল মিলনায়তনে এসে মিলিত হয়। ১০টায় স্কুল হল রুমে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে ও শিক্ষক সিদ্দিক আহমদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোরশেদ। অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ডাঃ সাইফ উদ্দিন খালেদ, যুবলীগ নেতা মাহবুবুর রহমান। সভায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক শ্বেতলাল চন্দ্র দাশ, কামাল আহমদ, নিলুফার ইয়ামিন মুক্তা ও কায়সার হেলাল প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, স্কুল শিক্ষক মৌলভী আবুল হোসাইন ফেরদৌসী, নুরুল হোছাইন ভুট্টো, মনোয়ার হোসেন, শাহ আজিজ, নুশরাত ফাতেমা, আবু ইউছুপ, শফিকুল ইসলাম, মাঈন উদ্দিন মিল্কী, রুপসী রাণী মন্ডল, দেলোয়ার হোসাইন মনজুর, মোহাম্মদ নুর, নাছির কামাল, আনিছুল হক সিকদার, রাজিয়া আক্তার, আবদুস শুক্কুর, আবুল কালাম ও সাহিদুর রহমান খাঁন প্রমূখ। সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদের আত্মার শান্তি দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।