হ্নীলা ইউপির মহিলা মেম্বার মর্জিনার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : এলাকায় মামলা-মোকর্দ্দমা ও দীর্ঘদিনের বিরোধের জেরধরে হ্নীলা পশ্চিম লেদার মৃত আবুল কাশেমের পুত্র সরওয়ার কামালের সামাজিক মাধ্যমের টুইটার একাউন্টে আমাকে ইয়াবা সুন্দরী আখ্যা দিয়ে অপপ্রচার চালানোর বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গের অপচেষ্টা ছাড়া কিছুই না। তাদের সাথে আমার পারিবারিক, রাজনৈতিক ও টেকনাফ মডেল থানার মামলা নং-৫৩৯/২০১২ইং মামলা বিরোধ চলে আসছে তাই এই ধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। কিন্তু তাদের পরিবারেই ইয়াবা ব্যবসার জন্য ক্রসফায়ারে নিহত, ইয়াবার চালান লুটপাট করতে গিয়ে খুনের শিকার ও স্বীকৃত অপরাধী হিসেবে সাজা প্রাপ্ত এবং আত্নসমর্পণ করে হাজতে বাস করছে। নিজেও ইয়াবাসহ আটক হয়ে নানা নাটকীয় ঘটনার আশ্রয় নিয়েছে। নিজেদের এত অপকর্মের পরও প্রতিহিংসা পরায়ন হয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমি এসব ঘৃণ্য কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সর্বস্তরের জনসাধারণ, রাজনৈতিক শুভাকাংখী এবং আইন প্রয়োগকারী সংস্থাকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী :
মর্জিনা আক্তার মেম্বার
সংরক্ষিত মহিলা (৭,৮ ও ৯নং) ওয়ার্ড, হ্নীলা ইউপি,টেকনাফ।