হ্নীলা ও সাবরাং ইউপির উপনির্বাচনে চেয়ারম্যান-মেম্বার পদে ৮ জনের মনোনয়ন জমা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হেলাল উদ্দিন : হ্নীলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে মনোয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী এবং সাবরাং ইউপির ১নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৩জনসহ মোট ৮জন প্রার্থীমনোনয়ন জমা দেন।
রোববার (৩০ জুন) উৎসবমূখর পরিবেশে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ বেদারুল ইসলামের নিকট সমর্থকদের সাথে নিয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.কে আনোয়ারের মৃত্যুতে এই পদ শূন্য হয়। আগামী ২৫ জুলাই এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন। ঘোষিত তফশিল মোতাবেক রোববার মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলীর পুত্র রাশেদ মাহমুদ আলী, স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জালাল উদ্দিন চোধুরী, স্বতন্ত্র প্রার্থী
সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মরহুম মাষ্টার মীর কাশেমের পুত্র মীর মুহাম্মদ জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী হারুন-অর-রশিদ মনোনয়ন জমা দেন।
আগামী ২ জুলাই মনোনয়ন পত্র বাছাই, ৯ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ১০ জুলাই প্রতীক বরাদ্দ এবং ২৫ জুলাই ভোট গ্রহণ করা হবে।
রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য মোট ১১টি মনোনয়ন পত্র বিক্রি হলেও জমা দিয়েছেন ৫ জন প্রার্থী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো: বেদারুল ইসলাম সুষ্টু এবং সুন্দর নির্বাচন অনুষ্টানে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছেন।
মনোনয়ন জমা শেষে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রাশেদ মাহমুদ আলী বলেন, “জননেত্রী শেখ হাসিনা জনগণের সেবা করার জন্য আমাকে নৌকা দিয়ে পাঠিয়েছে তাই সকলের দোয়া ও সমর্থন নিয়ে জনগণের সেবা করতে নির্বাচনে এসেছি। আমি মরহুম আনোয়ার মাইজ্জার অসমাপ্ত উন্নয়ন কাজ শেষসহ নাগরিক সেবা নিশ্চিত করতে চাই”। এই জন্য সকলের সহযোগিতা, এলাকার মানুষের দোয়া এবং ভোটও প্রার্থনা করেন তিনি।
অপরদিক একই দিন সাবরাং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৩জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। প্রার্থীরা হচ্ছেন আমিনা খাতুন, ছেনুয়ারা বেগম, শাহেনা বেগম। সাবরাং ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যা আয়েশা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।