বার্তা পরিবেশক : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার ৪১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে রবিউল আলমকে আহবায়ক, আলী হোসেন সিনিয়র যুগ্নআহবায়ক এবং মোঃ আব্দুল্লাহ মনিরকে সদস্য সচিব করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
২১ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট রশিদুল আলম চৌধুরী এবং সদস্য সচিব ওমর সাদেক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখাকে আরো গতিশীল এবং শক্তিশালী করার লক্ষ্যে রবিউল আলমকে আহবায়ক, আলী হোসনকে সিনিয়র যুগ্নআহবায়ক, সাকের ইকবাল, মোঃ আলী, আবু সৈয়দ, আবছার উদ্দিন, আব্দুল জলিল, মোঃ আলী, মোঃ শফিক, মোঃ রিদুওয়ানকে যুগ্নআহবায়ক, মোঃ আব্দুল্লাহ মনিরকে সদস্য সচিব, নবী হোসন, মোহাম্মদ সোলতান, ফরিদ আলমকে সম্মানিত সদস্য,মোহাম্মদ হোসন, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ হাসান, কামাল হোসন-১, কামাল হোসন-২,ছৈয়দ নুর, জালাল উদ্দিন, এনায়েত উল্লাহ, মোঃ আলম, নুর হোসন, মোঃ ইমরান, জিয়াউর রহমান, হেলাল উদ্দিন, মাঈন উদ্দিন, মোঃ আব্দুল্লাহ, ছৈয়দ নুর, আব্দু শুক্কুর, আবু ছৈয়দ, মোঃ তারেক, মোঃ আলী, গিয়াস উদ্দিন, নুরুল ইসলাম, মোহাম্মদ হোসন, নুর হোসন, মাঈন উদ্দিন, আব্দুর রশিদ ও সিরাজকে সদস্য করে ৪১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,তৃণমূল পর্যায় হতে গঠিত হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই কমিটি আগামীতে আওয়ামী দুঃশাসনের সরকার বিরোধী আন্দোলন বেগবান করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালীর মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ###
