বার্তা পরিবেশক : বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সুপারিশক্রমে কেন্দ্রিক কমিটির নির্দেশে টেকনাফস্থ হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি পূনঃ বহাল রাখায় কেন্দ্রীয় কমিটি এবং কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
৮ অক্টোবর বিকাল ৫টায় হ্নীলা দরগাহ ষ্টেশন হতে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এক আনন্দ মিছিল বের হয়। উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবছার আহমদ জয়, বাংলাদেশ ছাত্রলীগ হোয়াইক্যং ইউনিয়ন শাখার সভাপতি রবিউল হাসান রবি, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন,হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ফরহাদ মাহমুদ, হ্নীলা উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ সাধারন সম্পাদক কামরুল ইসলাম রাজু, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা সরওয়ার কামাল, শাহ আজম, আলী মুসা, হ্নীলা উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের যুগ্ন সম্পাদক শামশুল আলম শুভ, শাকিব নুর, শফিউল ইসলাম, হ্নীলা ৬নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ এনাম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ আজম, শফিউল ইসলাম, নুরুল আমিন রিপন, মাহির, নেওয়াজ শরীফ, আল ইমজাদ, রেজাউল করিম রেজা, মোঃ আয়ুব, আজিজ, বেলাল, নাহিদ, মেহেদী, জুবাইর, ইউনুস, মুসা, ইসহাক, সাইফুল আলম, তারেক, সাইফুল ইসলাম, হামিদ, নুরুল হাসান, নুরুল আবছার, রিদুয়ান, সুমিত হাসান, সাগর, শাহাজাহান, ইমরান, আবু মুসা, আরিফ, হারিস, ফোরকান প্রমুখ। আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দরগাহ ষ্টেশনে গিয়ে শেষ হয়।
এরপর এক পথসভায় ষড়যন্ত্র করে টেকনাফ উপজেলা ছাত্রলীগ কর্তৃক হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করায় তীব্র নিন্দা জানানো হয়। পরে জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিমের সুপারিশে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় মোঃ রফিকের নেতৃত্বে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বহাল রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করে উর্ধ্বতন নেতৃবৃন্দদের প্রতি অভিনন্দন জানানো হয়।#