হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করায় টায়ার জ্বালিয়ে বিক্ষুদ্ধ নেতাকর্মীদের সড়ক অবরোধ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলা শাখা কর্তৃক হ্নীলা ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করায় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে প্রধান সড়ক অবরোধ করেছে। পরে পুলিশ-র‌্যাব এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

৫অক্টোবর সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জরুরী সভার সিদ্ধান্তের আলোকে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। তখন হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রফিক সমর্থিত ছাত্রনেতা মোঃ নাসিরের নেতৃত্বে ছাত্রলীগের ক্ষুদ্ধ হয়ে টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা বাসষ্টেশনের চৌরাস্তা মোড়ে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষদল ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করলে যানবাহন চলাচল শুরু হয়।

এই ব্যাপারে সদ্য বিলুপ্ত ঘোষিত হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রফিক বলেন,আমি দায়িত্ব পাওয়ার পর হতে গ্রæপিং রাজনীতির উর্ধ্বে উঠে জননেত্রী শেখ হাসিনা মনোনীত সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন এবং ইউপি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের সাইন বোর্ড লাগানো মাফিয়া গডফাদারেরা ক্ষুদ্ধ হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়। বিষয়টি আম আঁচ করতে পেরে জেলা এবং কেন্দ্রীয় ছাত্রলীগকে লিখিতভাবে অবহিত করেছি। সুতরাং উপর মহল থেকে কোন সিদ্ধান্ত না আসার পূর্বেই এই ধরনের এক গুয়েমী সিদ্ধান্ত আমি মানিনা। ভাই লীগের আদলে গড়া ছাত্রলীগ নামধারী নৌকা প্রতীক বিরোধী চক্র মিলে মেয়াদ শেষ হওয়ার আগে এই কমিটি বিলুপ্ত করে তাদের শক্তি ও ক্ষমতার মহড়া দেখিয়েছে। যারা এই কমিটি বিলুপ্ত করেছে তাদের কে কে গোপনে কোন কোন অপরাধে সংশ্লিষ্ট তা তদন্ত করে দেখার জন্য সর্বস্তরের প্রতি আহবান জানাচ্ছি। ###