বার্তা পরিবেশক : বাংলাদেশ আওয়ামী লীগ হ্নীলা ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হ্নীলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সম্মেলনের সময় সুচী নির্ধারণ করা হয়।
৭ অক্টোবর বিকাল ৩টায় হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকনের পরিচালনায় উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য রশিদ আহমদ,উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। এছাড়া বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উক্ত বর্ধিত সভায় সার্বিক সাংগঠনিক আলোচনা শেষে ৯টি ওয়ার্ডের সম্মেলনের সময় সুচী নির্ধারণ করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সময়সূচী যথাক্রমে ৯নং ওয়ার্ডের সম্মেলন ১১ অক্টোবর (শুক্রবার) দুপুর ২টায় নয়াপাড়া মাদ্রাসা, ৮নং ওয়ার্ডের সম্মেলন ১২ অক্টোবর (শনিবার) দুপুর ২টায় লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭নং ওয়ার্ডের সম্মেলন ১৩ অক্টোবর (রবিবার) দুপুর ২টায় রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসা, ৬নং ওয়ার্ডের সম্মেলন ১৪ অক্টোবর (সোমবার) দুপুর ২টায় উলুচামরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫নং ওয়ার্ডের সম্মেলন ১৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ২টায় নাফ ফিলিং ষ্টেশনের ২য়তলা, ৪নং ওয়ার্ডের সম্মেলন ১৬ অক্টোবর (বুধবার) দুপুর ২টায় পানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩নং ওয়ার্ডের সম্মেলন ১৮ অক্টোবর (শুক্রবার) দুপুর ২টায় হ্নীলা উচ্চ বিদ্যালয়, ২নং ওয়ার্ডের সম্মেলন ১৯ অক্টোবর (শনিবার) দুপুর ২টায় নাইক্ষ্যংখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১নং ওয়ার্ডের সম্মেলন ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ২টায় আলী আকবর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যথাসময়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অবহিত করা হয়। ###