হ্নীলা ইউনিয়ন শ্রমিক লীগের ৫১সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন ; বশির মেম্বার আহবায়ক, ইউছুফ সদস্য সচিব

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ১ বছর আগে

সংবাদ বিজ্ঞপ্তি : জাতীয় শ্রমিক লীগ টেকনাফ উপজেলার আওতাধীন হ্নীলা ইউনিয়ন শাখার ৫১সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে হ্নীলা ইউপির ১নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ আহবায়ক এবং ইউছুফকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

গতকাল পহেলা ডিসেম্বর জাতীয় শ্রমিক লীগ টেকনাফ উপজেলা শাখার সভাপতি শাহজাহান মিয়া চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জালাল উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে অত্র সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরো গতিশীল করার লক্ষ্যে হ্নীলা ইউনিয়ন শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনকে আরো কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে হ্নীলা ইউপি মেম্বার বশির আহমদকে আহবায়ক, মোশারফ হোছাইন, মুজিবুর রহমান, আব্দুর রহিম, নুরুল আজিজ, জামাল উদ্দিন, মোঃ নুরুল আমিন নুরু, মোঃ আমিন ফরিদ আহমদ, সোলতান মাহমুদ, জালাল উদ্দিন, ছৈয়দ করিম, জামাল উদ্দিন, মোহাম্মদ ইউছুফ, হেলাল উদ্দিন যুগ্নআহবায়ক, মোহাম্মদ ইউছুফকে সদস্যসচিব, ফরিদুল হক, বেলাল, হামিদ হোছন, মোহাম্মদ নুর, হেলাল উদ্দিন, হেলাল উদ্দিন, নুরুল ইসলাম, শফিকুল ইসলাম, ছৈয়দুল আমিন, আবছার উদ্দিন, তারেক, হেলাল উদ্দিন, আনোয়ার হোছন, জাহাঙ্গীর আলম, অং ছো বাবু, রহমত উল্লাহ, মোহাম্মদ হোছন, জাগের হোছন, নুরুল মোস্তফা, দিল মোহাম্মদ, ঈমান হোসেন, আক্তারুজ্জামান বাবু, সোনা মিয়া, জামশেদ, কামাল হোছন, জিয়াবুল হক, সাদ্দাম হোছন, আব্দু শুক্কুর, আবু বক্কর, জাহাঙ্গীর সওদাগর, পেঠান আলী, শাহাদাত, নুরুল ইসলাম, আবুল হাশেম ও মোঃ ভূলুকে সদস্য করে ৫১সদস্যবিশিষ্ট জাতীয় শ্রমিক লীগ হ্নীলা ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
Sl TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে অত্র ইউনিয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ####