হ্নীলা আন্ত: উপজেলা ক্রিকেট টূর্ণান্টের ফাইনাল খেলা : জারিয়ামণি ক্রিকেট দলের শিরোপা জয়

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলা আন্ত:উপজেলা ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। এতে জারিয়ামণি নাইনসেট ক্রিকেট দল শিরোপা জয় লাভ করেছে।
জানা যায়,১৯ মার্চ বিকাল ৩টায় হ্নীলা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে হ্নীলা আন্ত:উপজেলা ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা জারিয়ামণি নাইনসেট ক্রিকেট দল বনাম হোয়াকিয়া পাড়া সবুজ বাংলা নাইন সেট ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে হোয়াকিয়া পাড়া সবুজ বাংলা নাইন সেট ক্রিকেট দল ফিল্ডিংয়ের সিদ্বান্ত নিয়ে জারিয়ামণি ক্রিকেট দলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। নির্ধারিত ওভারে প্রথম ইনিংসে জারিয়ামণি ক্রিকেট দল ২ ইউকেটের বিনিময়ে ১শ ৭১রান করতে সক্ষম হয়। মধ্যবিরতির পর ২য় ইনিংসে জয়ের লক্ষ্যে হোয়াকিয়া পাড়া সবুজ বাংলা ক্রিকেট দল ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬উইকেটে ১শ ১৫রান করতে সক্ষম হয়। ফলে ৫৬ রানের পরাজিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে একসভা আয়োজক কমিটির আহবায়ক সিরাজুল ইসলাম মাঙ্গোর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদ হোসেন সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগ নেতা ও সাংবাদকর্মী মুহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও ক্রীড়া ব্যক্তিত্ব তারেক রহমান রাসেল, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্নআহবায়ক জাফর আলম গুরা, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল করিম, ক্রীড়ামোদী হামিদ হোছাইন, যুবলীগ নেতা আমিনুল ইসলাম, নুর মোহাম্মদ, ক্রীড়ামোদী মোঃ সাইফুল ইসলাম, মোশারফ আলী। এতে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য মুফিজুর রহমান, সিরাজুল মোস্তফা সুনু, আবেদ হোসেন বোরহান, সিরাজুল ইসলাম কাজল, মো: আলম আবু, ফয়সাল আশেক, হাফেজ আব্দু রহিম মোস্তফা কামাল, মোঃ ইব্রাহীম, এহসানুল হক মিলন, মো: আব্দুল্লাহ ও ময়দুর রহমান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ জারিয়ামণি ক্রিকেট দলকে চ্যাম্পিয়ন্স ও হোয়াকিয়া পাড়া সবুজ বাংলা ক্রিকেট দলকে রানার্স ট্রফি বিতরণ করেন। খেলায় ২ইউকেট ও ৭৭ রান নিয়ে ম্যান অব দ্যা ফাইনাল এবং ৭ইউকেট ৭৭রানের বিনিময়ে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন মোহাম্মদ রাশেদ।