হ্নীলায় ৩সহোদরকে গুলিবর্ষণে রক্তাক্ত করার ঘটনায় দুই নারী-পুরুষ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

ফরিদুল আলম : হ্নীলা দমদমিয়ায় রোহিঙ্গা দূবৃর্ত্ত কর্তৃক একই পরিবারের ৩ভাইকে গুলিবর্ষণ করে রক্তাক্ত করার ঘটনায় দুই নারী-পুরুষকে আটক করে থানায় সোর্পদ করেছে ১৬এপিবিএন পুলিশ।
সুত্র জানায়, ৩ জুলাই (শনিবার) দুপুর দেড়টারদিকে জাদিমোরা ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন পুলিশ সদস্যরা হ্নীলা ২৭নং জাদিমুড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সি/৮ ব্লক (নেচার পার্ক উত্তর) এলাকায় অভিযান চালিয়ে টেকনাফ থানার মামলা নং-৯২/৫২১,তারিখ-৩০/০৬/২০২১ এর এজাহার নামীয় মৃত বশরের পুত্র মোঃ ফজল হক (৫০) এবং জামালের স্ত্রী হামিদা খাতুন (২৫) কে গ্রেফতার করে। ধৃতরা ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্প এলাকায় সংগঠিত হয়ে অপহরন, ডাকাতি, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে।
এই ব্যাপারে কক্সবাজার ১৬ এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জাদিমোরা ক্যাম্পের জিডি নং-৫৩, তাং ০৩/০৭/২০২১ইং মুলে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###