ফরিদুল আলম : হ্নীলায় সড়কে পর্যটক বোঝাই বাসের ধাক্কায় এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, ২৫ ডিসেম্বর সকাল ৭টারদিকে কক্সবাজার-টেকনাফ সড়কে জাদিমোরার সাবেক মেম্বার আবুল মঞ্জুরের মালিকাধীন একটি পর্যটকবাহী বাস দমদমিয়া জাহাজ ঘাটে যাওয়ার পথে লেদা কুব্বাস পাড়ার মাইদ্দ্যাবারো ব্রীজে পৌঁছলে ফজরের নামাজ আদায় করে হাঁটার সময় লেদা পশ্চিম পাড়ার মৃত গোলাম শরীফের পুত্র নুর মোহাম্মদ (৭৮) কে অসাবধানতাবশত ধাক্কা দেয়। তিনি ঘটনাস্থলে পড়ে মূমুর্ষ হয়ে পড়লে তাকে দ্রæত উদ্ধার করে ক্যাম্প হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় চট্টগ্রাম পপুলার হাসপাতালে হস্তান্তর করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সেখানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।