হ্নীলায় স্বশস্ত্র সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্র রক্তাক্ত-১

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : হ্নীলায় বসত-বাড়িতে এসে হামলা চালিয়ে এক কলেজ ছাত্রকে রক্তাক্ত করেছে স্বশস্ত্র সন্ত্রাসীরা। রক্তাক্ত কিশোরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হলেও হামলাকারীদের অব্যাহত হুমকিতে আহতের পরিবার-পরিজন নিরুপায় হয়ে পড়েছে।
আহত ওয়াহিদ জানায়, গত ৩ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টারদিকে উপজেলার হ্নীলা পশ্চিম লেদার মকতুল হোছনের পুত্র ঈমান হোছন, আক্তার হোছন, কামাল হোছন, আবুল খাইরের পুত্র মিজানসহ ৩/৪জন অজ্ঞাত রোহিঙ্গা স্বশস্ত্র সন্ত্রাসী নিয়ে পার্শ্ববর্তী মৃত কালা মিয়া মাষ্টারের বাড়িতে এসে অর্তকিতভাবে হৈ চৈ শুরু করে। ঘর থেকে বের হয়ে কি হয়েছে মর্মে জানতে চাইলে গ্রুপের সদস্য মিজান মুখে বন্দুকের গুতা দিয়ে টেকনাফ সরকারী কলেজের মানবিক শাখার ২য়বর্ষের ছাত্র এবং কালা মিয়া মাষ্টারের পুত্র ওয়াহিদুর রহমান (১৯) কে রক্তাক্ত এবং মারধর করে দাঁত নাড়িয়ে দিয়ে ফেলে চলে যায়। পরে বাড়ির লোকজন রক্তাক্ত অবস্থায় ওয়াহিদকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়।
উল্লেখ্য,উপরোক্তরা রোহিঙ্গাদের সমন্বয়ে স্বশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এলাকায় তাদের যা ইচ্ছে তা করে বেড়ায়। কেউ বাঁধা দিলে হামলা চালায় এবং খুনের ঘটনা পর্যন্ত ঘটিয়ে থাকে। তাই সাধারণ মানুষ এই চক্রকে কঠোর হাতে দমনের জন্য আইন প্রয়োগকারী সংস্থার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। ###