হ্নীলায় রোহিঙ্গা ছিনতাইকারী চক্রের ৩সদস্য আটক

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফ সড়কে যানবাহন থামিয়ে রোহিঙ্গা ছিনতাইকারী চক্রের ৩সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আটককৃতদের থানায় নিয়ে গেছে।
১২জানুয়ারী রাত ৮টায় হ্নীলা-টেকনাফ প্রধান সড়কের রঙ্গিখালীস্থ পিকনিক পার্কের সামনে একটি সংঘবদ্ধ চক্র যানবাহন থামিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় জনতা ধাওয়া করে নয়াপাড়া মোচনী ক্যাম্পের এইচ বøকের শামসুল আলমের পুত্র আব্দুর রহিম (১৬), মোহাম্মদ নুরের পুত্র নুর কাদের (১৫) এবং খলিল আহমদের পুত্র হাফেজ আহমদ (১৭) কে হাতে-নাতে আটক করে। এসময় অপর ৪জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার খবর পেয়ে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান,খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যায় এবং থানা পুলিশকে অবহিত করি।
টেকনাফ মডেল থানার এসআই সোহেল জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে ধৃতদের থানায় নিয়ে যাচ্ছি। খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ##