হ্নীলায় মৎস্যঘেঁর থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফে বাড়ি থেকে নিখোঁজের দুইদিন পর মানসিক ভারসাম্যহীন এক মৃগরোগীর মৃতদেহ মৎস্যঘেঁর থেকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ৯নভেম্বর (সোমবার) সকালে উপজেলার হ্নীলা মৌলভী বাজার প্রধান সড়কের পাশে এডভোকেট মীর মোহাম্মদ জাহাঙ্গীরের মৎস্যঘেঁরে স্থানীয় পথচারী মানুষ একটি মৃতদেহ ভাসতে দেখে। তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানকে অবহিত লোকজন মৃতদেহটি হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়ার মৃত দুদু মিয়ার পুত্র মোজাহার মিয়া (৪০) বলে সনাক্ত করে।
সকাল ১১টারদিকে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন মৃতদেহটি উদ্ধার করে এবং নিহতের পরিবারের সাথে কথা বলে লোকটি মানসিক ভারসাম্যহীন এবং মৃগরোগী ছিল। এই ব্যাপারে পারিবারিক কোন আপত্তি না থাকায় মৃতদেহটি দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
স্থানীয় হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন,ভাসমান মৃতদেহ দেখার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে লাশটি সনাক্ত করি। সে মৃগরোগী এবং মানসিক ভারসাম্যহীন তা আমরা পূর্ব থেকে অবগত। তাই পরিবারের কোন অভিযোগ না থাকায় সংশ্লিষ্ট প্রশাসন লাশটি দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করে। ###