হ্নীলায় মাদ্রাসায় যেতে গিয়েই এক হাফেজ সপ্তাহ ধরে নিখোঁজ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফরিদুল আলম : হ্নীলায় ঈমাম পিতার স্নেহের পরশ মাখা মমতায় মাদ্রাসায় পাঠানো এক হাফেজ গত এক সপ্তাহধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য স্থানে খোঁজাখুজির পর না পেয়ে চরম হতাশ হয়ে পড়েছে নিখোঁজ ছাত্রের পরিবার।

পারিবারিক সুত্র জানায়,গত ১লা নভেম্বর দুপুর দেড়টারদিকে হ্নীলা সুলিশ পাড়ার মৌলভী নুরুল ইসলামের পুত্র এবং হ্নীলা জামেয়া দারুস সুন্নাহ হেফজ বিভাগের ছাত্র ওমর ফারুক (১৪) কে ভাত খাওয়ানোর পর বাবা স্নেহের পর বুলিয়ে হেফজখানায় পাঠিয়ে দেন। পরে পিতা নামাজ পড়ানোর জন্য হ্নীলা বায়তুল জাব্বার জামে মসজিদে যান। নামাজ শেষে টেকনাফ চলে যান জরুরী কাজে। রাতে ছেলের কোন খোঁজ-খবর না পেয়ে পরদিন সকালে ছেলেকে মাদ্রাসায় খুঁজতে যান। সেদিন হতে অদ্যবধি হেফজখানার এই ছাত্র নিখোঁজ রয়েছে। হেফজ বিভাগের ছাত্রের এই রহস্যজনক নিখোঁজ থাকার খবরে বারে বারে জ্ঞান হারাচ্ছে গর্ভধারিণী মা। সে পরিবারের দুই ও দুই বোনের মধ্যে ২য়। তাকে টেকনাফ, জাদিমোরা, মোছনী ও লেদা এলাকায় খোঁজাখুজির পরও হদিস মিলছেনা। ছেলে হারানো ঈমাম পিতা মৌঃ নুরুল ইসলাম এখনো হারানো ছেলের শোকে মুহ্যমান। কোন সুহৃদ ব্যক্তি এই ছবির ছেলের সন্ধান পেলে নিম্মোক্ত মোবাইল নং-০১৯২৭-৯৪৭৭৬৪, ০১৮২৩-৯৬৬৫৮৬ জানানোর জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন। ###