হ্নীলায় মাদক বিরোধী প্রচার সপ্তাহের ২য়দিন পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : হ্নীলা ৫নং ওয়ার্ড ইউপি মেম্বারের উদ্যোগে মাদক বিরোধী প্রচার সপ্তাহের ২য়দিন পালিত হয়েছে। এতে এলাকাবাসীকে মাদকের কুফল সম্পর্কে অবহিত করে সর্বনাশা এই পথ থেকে সুপথে ফিরে আসার আহবান জানান।
Teknaf Pic B 2 15 03 19 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
১৫ মার্চ বাদে জুমা হ্নীলা ৫নং ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়া জ্বীন নুরাইন জামে মসজিদ হতে ইউপি মেম্বার জামাল উদ্দিনের নেতৃত্বে এক মাদক বিরোধী র‌্যালী এলাকা প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে এক পথসভা উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ৫নং ওয়ার্ড ইউপি মেম্বার জামাল উদ্দিন। বক্তব্য রাখেন জ্বীন নুরাইন জামে মসজিদের খতিব মাওলানা মুফতি জামাল উদ্দিন, হাফেজ ছৈয়দ আলম, মুফিজুর রহমান, আবুল হোছন ভূলু ও আনোয়ার হোছন প্রমুখ। এতে বক্তারা সরকারের মাদক বিরোধী অভিযানকে আরো সফল করার জন্য সর্বস্তরের জনসাধারণ এগিয়ে আসার আহবান জানানো হয়। এলাকায় এখনো যেসব মাদক ব্যবসায়ী তৎপর রয়েছে তাদের অবিলম্বে সুপথে ফিরে আসার আহবান জানানো হয়। এরপরও কেউ মাদক ব্যবসায় জড়িত থাকলে মেম্বার নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মাদকের অভিযোগ দায়ের করবেন বলে সর্তক করে দেওয়া হয়।