হ্নীলায় ব্যাংকার আমান ওয়াহিদের ঈছালে সওয়াব উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং হ্নীলা শাখার ইনচার্জ ব্যাংকার মরহুম আমান উল্লাহ ওয়াহিদের ঈছালে সওয়াব উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুন (বুধবার) বিকাল ৪টায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং হ্নীলা শাখা কার্যালয়ে স্মৃতিচারণমূলক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল রিলেশনশীপ অফিসার ফায়সাল উদ্দিনের সঞ্চালনায় ক্যাস ইনচার্জ মোঃ ইসমাঈলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং হ্নীলা শাখার প্রোপাইটর এবং কক্সবাজার জেলা আওয়ামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী। এছাড়া বিশেষ উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক হ্নীলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হানিফ, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক সেলিম সিকদার, মাহবুব মোরশেদ, হোটেল সিকদার প্লাজার ব্যবস্থাপনা পরিচালক দিল মোহাম্মদ সিকদার প্রমুখ। এছাড়া ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার কর্মচারী মোঃ রাগিব উল্লাহ, আবু বক্কর, মোহাম্মদ মুহিন প্রমুখ। ব্ক্তারা মরহুম আমান উল্লাহ ওয়াহিদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং হ্নীলা শাখার ইনচার্জ মরহুম আমান উল্লাহ ওয়াহিদের ঈছালে সওয়াব উপলক্ষ্যে বিশেষ দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন মৌঃ আব্দুল গফুর। ###