ফরিদ আলম : হ্নীলায় বেড়াতে এসে এক রোহিঙ্গা যুবক মোটর বাইক ছিণতাই করে পালিয়েছে। উক্ত রোহিঙ্গা গাড়ি চোরকে আটক করতে সকলের সহায়তা কামনা।
জানা যায়, ১৯জুন দুপুর ১টারদিকে উখিয়ার থাইংখালী রোহিঙ্গা বস্তিতে অবস্থানকারী (মন্ডু সুয়েজা ঘোনার) রোহিঙ্গা বাছেরের পুত্র মোঃ ইব্রাহীম (২০) হ্নীলা আলীখালী মৌলভী মোহাম্মদ মিয়ার বাড়িতে পূর্ব পরিচয়ের সুত্রধরে বেড়াতে আসে। তখন মৌলভী মোহাম্মদ মিয়া বাহিরে ছিল। তখন গাড়ির মেকানিক আয়াতুল্লাহকে বলেন, গাড়িটি তার মালিকের নিকট নিয়ে যেতে হবে বলে পালসার (কক্সবাজার-ল-১১-৪৯৭৩) ছিনিয়ে নিয়ে রওয়ানা দেন। এরপর হতে ঐ রোহিঙ্গা যুবকের কোন ধরনের খোঁজ পাওয়া যাচ্ছেনা। সম্ভাব্য স্থানে তল্লাশী চালিয়ে ঐ রোহিঙ্গা যুবকের হদিস পাওয়া যাচ্ছেনা। এই ব্যাপারে গাড়ির মালিক মৌলভী মোহাম্মদ মিয়া উক্ত গাড়ির সন্ধান পেলে মোবাইল নং-০১৮৬০-৬১৭১৮৭ জানানোর জন্য সকলের প্রতি আহবান জানিয়েছে।