মুহাম্মদ জাহাঙ্গীর আলম,টেকনাফ।
হ্নীলায় বিটি বেগুনের প্রদর্শনী ও মাঠ দিবস পালিত হয়েছে। ২৩ এপ্রিল বিকাল ৩টায় উপজেলার হ্নীলা দমদমিয়া সিআইজি কার্যালয়ে ২০১৬-২০১৭ইং রাজস্ব বাজেটের আওতায় বিটি বেগুনের মাঠ দিবস উপলক্ষ্যে একসভা কৃষক দলের সভাপতি হাজী শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পঃ পঃ কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা,হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ,ন,ম তৌহিদুল মাশেক তৌহিদ। উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাকারিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন,কৃষক মোঃ ইলিয়াছ,ক্রেলের এনআরএম ফ্যাসিলিটেটর আবু জাফর মোঃ সেলিম,কেয়ারী সিন্দবাদের ম্যানেজার শাহ আলম,সংবাদকর্মী জসিম উদ্দিন টিপু প্রমুখ। সভায় নব আবিস্কৃত রোগমুক্ত বিটি বেগুনের চাষাবাদের উপর গুরুত্বারোপ করে কৃষকদের উদ্ব্যুদ্ধ করেন। এরপর বিটি বেগুনের চাষকৃত মাঠ পরিদর্শন করা হয়।