মুহাম্মদ জাহাঙ্গীর আলম, টেকনাফ |
হ্নীলায় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ ১ব্যক্তিকে আটক করে থানায় সোর্পদ করেছে।
জানা যায়-১৬অক্টোবর দুপুর সাড়ে ১২টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ টহল দলের হাবিলদার মোঃ নজরুল ইসলাম ও নায়েক মনির নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে হ্নীলা পূর্ব সিকদারপাড়া হারুনের বাড়িতে অভিযান চালিয়ে একটি ইয়াবার পুটলাসহ স্থানীয় মৃত আব্দুস সালামের পুত্র নুরুল আমিন (৩৭) কে আটক করে। পরবর্তীতে উক্ত পুটলা গণনা করে ২শ৯০পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার বাজার মূল্য ৮৭হাজার টাকা। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
