হ্নীলায় বিজিবির অভিযানে ৩৫টি চোরাই গরু-মহিষ ও বিপূল পরিমাণ তুলা জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এটিএন ফায়সাল,হ্নীলা:হ্নীলায় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ২৪টি গরু,১১টি মহিষ এবং বিপূল পরিমাণ তুলা জব্দ করেছে। জব্দকৃত গরু-মহিষ ও তুলা স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
সুত্র জানায়,৫ অক্টোবর ভোররাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের মধ্যম হ্নীলা খারাংখালী বিওপির হাবিলদার নায়েক সুবেদার মোঃ শফিকুল ইসলাম নিয়মিত টহলদানকালে খারাংখালী সীমান্তে মিয়ানমার হতে চোরাই পথে আনার সময় ২হাজার ৬শ ৬০কেজি তুলা আটক করে। যার বাজার মূল্য ১৩ লক্ষ ৩০ হাজার টাকা। এদিকে হ্নীলা বিওপির বিশেষ টহল দলের হাবিলদার মনিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ায় অভিযান চালিয়ে মিয়ানমার হতে আনা ছোট-বড় ২৪টি গরু জব্দ করে। যার বাজার মূল্য ৮লক্ষ ৮০হাজার টাকা। অপরদিকে আগের দিন সন্ধ্যা রাত ৭টারদিকে একই বিওপির নায়েক সুবেদার নুরুল ইসলাম নাটমোরা পাড়া হতে ১১টি মহিষ জব্দ করে। যার বাজার মূল্য ৭লক্ষ ৮০হাজার টাকা। জব্দকৃত গরু ও মহিষ হ্নীলা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।