বিশেষ প্রতিবেদক : হ্নীলায় বিকাশ এজেন্ট ও দোকানের রোহিঙ্গা কর্মচারী দোকানের মালামাল বিক্রয় এবং বিকাশ এজেন্টের ৮ লক্ষাধিক টাকা নিয়ে গত ৩দিনধরে নিখোঁজ রয়েছে। এই ব্যাপারে থানায় সাধারণ ডায়েরীসহ ক্যাম্প সংশ্লিষ্টদের নিকট লিখিতভাবে অবহিত করা হয়েছে।
জানা যায়, গত ১১জুন সকাল ৮টারদিকে হ্নীলা লেদা টাওয়ার সংলগ্ন উত্তর লেদার মৃত কাদির হোছনের পুত্র দুদু মিয়ার মুদির দোকান ও বিকাশ এজেন্টের রোহিঙ্গা কর্মচারী ২৪নং লেদা রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের ১৪নং রোমের বাসিন্দা মৃত ফজরানের পুত্র তোফাইল আহমদ দোকানের মাল বিক্রির ৪২৫৩০টাকা এবং বিকাশ এজেন্টের ৮লক্ষ ৫হাজার ৩শ ৯৫টাকাসহ নিখোঁজ হয়ে যায়। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে ক্যাম্প সিআইসি, নিরাপত্তা বাহিনী ও পুলিশে অবহিত করা হয়েছে।
কোন সুহৃদবান ব্যক্তি এই ব্যক্তির সন্ধান পেলে নিম্মোক্ত মুঠোফোনে- ০১৮২৮৭০৯৪১৪ এ জানানোর জন্য আহবান জানানো যাচ্ছে। এই ব্যক্তিকে যে ধরে দিবেন তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে মালিক ঘোষণা করেছেন। ###