সংবাদ বিজ্ঞপ্তি : হ্নীলায় বাড়ি থেকে ঘুরতে বের হয়ে এক নুরানী মাদ্রাসা ছাত্র গত ৫দিনধরে নিখোঁজ রয়েছে। তা নিয়ে পরিবারের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ নুরানী মাদ্রাসা ছাত্রের পিতা আলী আহমদ প্রকাশ সোনা মিয়া জানান,চলতি বছরের গত ৪ঠা জানুয়ারী বিকাল ৩টারদিকে হ্নীলা পূর্ব পানখালী নিজ বাড়ি হতে ঘুরতে তার পুত্র মোঃ নুরুল আমিন (১৩) এখনো নিখোঁজ রয়েছে। সে স্থানীয় মাঝের পাড়া নুরানী মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র। সে ২ বোন এবং ৩ ভাইয়ের মধ্যে ৪র্থ সন্তান। তার পরনে ছিল জিন্স প্যান্ট, খয়েরী রংয়ের গেঞ্জি, আকাশী কালারের একটি জ্যাকেট। তাকে সম্ভাব্য স্থানে খোঁজার পর না পেয়ে হতাশ হয়ে পড়েছে পরিবার।
কোন সুহৃদবান ব্যক্তি এই ছেলের সন্ধান পেলে তার পিতা আলী আহমদ প্রকাশ সোনা মিয়ার মোবাইল নং-০১৮২৩-৯৬৫৪৪১, ০১৯৯১-৫৫৯১৮০-এ জানানোর জন্য সবিনয় আহবান জানানো যাচ্ছে।