হ্নীলায় ফের মিষ্টিবনসহ ২ প্রতিষ্ঠানকে জরিমানা

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : হ্নীলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ফের মিষ্টিবনসহ দুই প্রতিষ্ঠানকে নগদ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার হ্নীলা বাসষ্টেশনে অভিযান চালিয়ে মিষ্টিবনকে পুনরায় ২০ হাজার টাকা এবং মৌলভী বাজার জয়নাল ওয়ার্কশপকে ২০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে। এই মিষ্টিবনের বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের সাথে অসৌজন্যমুলক আচরণ, পচাঁ, বাসি ও দূর্গন্ধযুক্ত খাবার সরবরাহের অভিযোগ রয়েছে। এই অভিযান পরিচালনা করায় সাধারণ মানুষ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছে।
এছাড়া অবৈধভাবে পুনরায় গড়ে উঠা অর্ধশত দোকান-পাট এবং সিএনজি ও টমটম ষ্টেশন উচ্ছেদ করা হয়। #