সাদ্দাম হোসাইন : দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় পরিবারের সাথে অভিমান করে শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্নহনন করেছে হ্নীলার এক যুবক।
২৫জুলাই সন্ধ্যারদিকে উপজেলার হ্নীলা দক্ষিণ জাদিমোরার ওমরখালের ব্রীজের উত্তর-পশ্চিম পাশে মালয়েশিয়া প্রবাসী জাফর আহমদের পুত্র ওসমান গণি (২০) এর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় পরিবারের সদস্যরা দেখতে পেয়ে উদ্ধার করে। পরে বিষয়টি স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের মাধ্যমে থানা পুলিশকে অবহিত করা হয়।
তথ্যানুসন্ধানে জানা যায়, নিহত যুবক একজন মাইক্রো চালক। সে টেকনাফ, কক্সবাজার এবং মহেশখালীর মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এখন সে বাড়িতে একেক সময়ে একেক জনকে ঘরের বউ করে আনার জন্য মা-বাবাকে চাপ দিতে থাকে। মা-বাবা এসব না মেনে তাদেও পছন্দমত বউ আনার কথা জানিয়ে দেয়। তখন থেকে সে চরম অভিমান নিয়ে আতœহত্যার হুমকি দেয়। এরই সুত্রধরে দুপুরে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ার পর ঘরের লোকজন তার শয়ন কক্ষের সিলিং বিটে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী এই ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশকে অবহিত করার পর পারিবারিক অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে দাফনের প্রস্তুতি চলছে বলে জানান। ###