হ্নীলায় প্রবাসীর জমি জবর দখলে রাখার অভিযোগ শীর্ষক সংবাদে একাংশের প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : গত ১২জুলাই টেকনাফ টুডে ডটকম অনলাইনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত “হ্নীলায় প্রবাসীর জমি জবর দখলে রাখার অভিযোগ” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের একাংশে ঘটনা সম্পর্কে অবহিত না হওয়ার পরও কোন কারণ ছাড়াই আমার নামটি জড়িয়ে দেওয়া হয়েছে। যা উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন।

প্রকৃত ঘটনা হচ্ছে, সংবাদে উল্লেখিত জমি নিয়ে মুলত জালাল আহমদ গং এবং দরবেশ আলী গংয়ের মধ্যে কোন প্রকার বিরোধ নেই। প্রায় ৩যুগ যাবত আমাদের স্থানে আমরা ভোগ দখলে রয়েছি। জালাল আহমদ গং তারা তাদের স্থানে দখলে রয়েছে। কিন্তু জালাল আহমদ মৃত্যুবরণের পরে ১স্ত্রী, ৪ সন্তান ও ৩ মেয়েসহ মোট ৮জন ওয়ারিশ রেখে যান। পরবর্তীতে ওয়ারিশগণের সাথে আমাদের ভূল বোঝাবুঝির কারণে মতবিরোধ সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে উপভপক্ষ যে যে অবস্থানে রয়েছে সেই অবস্থানে থাকার জন্য উভয়পক্ষের মধ্যে একটি চুক্তি হয়। চুক্তি অনুসারে আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি।

এরই মধ্যে এলাকার একটি কুচক্রীমহল আমরা উভয়পক্ষের মধ্যে মতবিরোধ সৃষ্টির জন্য নানা অপতৎপরতা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মৃত জালাল আহমদের এক ওয়ারিশ সিকান্দর আলী ওরফে বাদশা গত ৭/৮ মাস পূর্বে হ্নীলা ইউনিয়ন পরিষদে স্থানীয় মৃত নুরুল ইসলামের পুত্র সোলতান আহমদ, সোলতান আহমদের পুত্র নুরুল আমিন,মৃত নাজির হোছনের পুত্র নুরুল আলম প্রকাশ কালু,মোহাম্মদ আমিনসহ আমাকে অভিযুক্ত করে সালিশ দায়ের করেছে বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখিত চার আসামীদের সাথে আমার কোন ধরনের সম্পৃক্ততা নেই। সোলতান গং এবং সিকান্দর গংয়ের সাথে বিরোধের বিষয়টি তাদের একান্ত ব্যক্তিগত। এখানে আমাকে বিবাদী করার বিষয়ে ইউনিয়ন পরিষদ ও থানা থেকে লিখিত বা মৌখিক কোন ধরনের নোটিশ পাইনি। সংবাদ প্রকাশ হওয়ার পর এই ঘটনায় আমাকে জড়িত করার বিষয়টি অবগত হয়ে বিস্মিত ও হতবাক হয়ে পড়ি।

এদিকে সিকান্দরের পুত্র ফজল তার ফুফু হতে যেসব সম্পত্তি ক্রয় করেছে তা উক্ত ওয়ারিশগণ হতে খোঁজ করে নিয়ে ভোগদখল করলে আমার কোন ধরনের আপত্তি নেই। সুতরাং বিভিন্ন প্রচার মাধ্যমে উপরোক্ত বিবাদীদের সাথে আমাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এতে আমার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সুনাম ক্ষুন্ন হচ্ছে। আমি উক্ত সংবাদাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী :
ওমর ফারুক
পিতা-মৃত হাজী দরবেশ আলী
সাং মৌলভী বাজার, হ্নীলা,টেকনাফ। ###