হ্নীলায় পৃথক সড়ক দূঘর্টনায় টমটম খাদে : দুই কলেজ শিক্ষার্থীসহ ৪জন রক্তাক্ত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ / ফরিদুল আলম : হ্নীলায় প্রধান সড়কে পৃথক সড়ক দূঘর্টনায় পালকী সার্ভিসের ধাক্কায় এক টমটম খাদে পড়েছে। অপরদিকে সিএনজির ধাক্কায় দুই কলেজ শিক্ষার্থীসহ ৪জন রক্তাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়‍, ১৫জুলাই দুপুর পৌনে ২টারদিকে টেকনাফ হতে কক্সবাজারগামী কক্সবাজার-জ-১১-০৩২৮নং পালকী সার্ভিস লেদা ব্রীজের দক্ষিণ পাশে পৌছঁলে লেদা টাওয়ারগামী একটি টমটমকে ধাক্কা দিলে খাদে পড়ে যায়‍। এতে ড্রাইভার আব্দুল করিম গুরুতর আহত নাহলে অজ্ঞাত দুই যাত্রী রক্তাক্ত হয়ে লেদা আইএমও হাসপাতালে চিকিৎসা নেয়।

অপরদিকে দুপুর পৌনে ৩টারদিকে কক্সবাজার হতে টেকনাফগামী একটি স্পেশাল সার্ভিস বাসের চাকা পাঞ্চার হয়ে‍ যায়‍। তখন গাড়ি হতে দ্রুত নেমে যাওয়ার সময় একটি নিয়ন্ত্রণহীন সিএনজি (কক্সবাজার-গ-১১-১৫৩৩) একটি টমটমকে ওভার টেক করতে গিয়েই উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ইসলামী ইতিহাস বিভাগের ফাস্ট ইয়ারের ছাত্রী হ্নীলা পশ্চিম পানখালী মোঃ শফি সওদাগরের মেয়ে জয়নাব আক্তার (২০) কে এবং সমাজ বিজ্ঞান বিভাগের দক্ষিণ লেদার মৃত শামসুল আলমের পুত্র জসিম উদ্দিন (২০) কে ধাক্কা দেয়। তখন তারা প্রধান সড়কে পড়ে হাত,মুখ ও মাথা ফেটে গুরুতর আহত ও রক্তাক্ত হয়। তাদের দ্রুত উদ্ধার করে হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নেওয়া হয়। জয়নাব আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়েছে।