হ্নীলায় পাহাড়ের পাদদেশে গোলাগুলিতে আহত-৩

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিম লেদায় চাঁদার দাবীতে গোলাগুলিতে ৩জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়,সকাল ১১টায় উপজেলার নয়াপাড়া ২৬নং শরণার্থী ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশে লেদা নুরালী পাড়ার বেলা কাদেরের পুত্র নুরুল ইসলাম প্রকাশ নুরু ছালাম ডাকাত, মোঃ নুর ডাকাত, মকতুল হোছনের পুত্র নুরুল আমিন ডাকাত, আব্দু শুক্কুর প্রকাশ শুক্কুনুর পুত্র মোঃ ইসলাম ওরফে ধইল্যা ডাকাত, গ্রুপ এবং নুর আলীর পুত্র হাছন গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে নুরুল ইসলাম ডাকাত গ্রুপের গুলিতে স্থানীয় ফজু আহমদ বৈদ্যের পুত্র রবিউল আলম (৩০), মোঃ হাছনের পুত্র ছৈয়দ নুর (২৬) ও মৃত লাল মিয়ার পুত্র সরু হোছন (৩৭) গুলিবিদ্ধ হয়। তাদের দ্রæত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়। এদের মধ্যে রবিউল আলমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) রাকিবুল ইসলাম জানান, লোকজন মারফতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় সুত্রের দাবী, পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্প কবর স্থানের ড্রেইন নির্মাণ কাজ হতে ডাকাত নুরু ছালাম গং ২লক্ষ চাঁদা দাবী করে। তা দিতে অস্বীকায় করায় এই দু‘পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

এদিকে দীর্ঘদিন ধরে উক্ত এলাকার পাহাড়ের পাদদেশে ডাকাত নুরু ছালামের নেতৃত্বে ১৫/২০ জনের স্বশস্ত্র গ্রুপ ভাড়াটে খুনী,মাদক চোরাচালান নিয়ন্ত্রণ, অপহরণ, চাঁদা দাবীসহ নানা অপরাধ করে এলাকায় অস্থিতিশীল করে রেখেছে। #