হ্নীলায় পাম্প সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

ফরিদুল আলম : হ্নীলায় পাম্প সিলিন্ডার বিস্ফোরণে দোকান মালিক ও কর্মচারীসহ দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, ৩০জুন (বুধবার) সকাল সাড়ে ৭টারদিকে উপজেলার হ্নীলা মৌলভী বাজার দক্ষিণ মাথা রাস্তার পাশে স্থানীয় পূর্ব পাড়ার আবুল হোছনের পুত্র শাহাবুদ্দিনের মালিকানাধীন অটোরিক্সার গ্যারেজে পাম্প সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় দোকান ঘরের চালা উড়ে যায় এবং দোকানে থাকা মালিক শাহাবুদ্দিন (৩৫) কর্মচারী ঈদগাওর আনোয়ারুল হকের পুত্র লোকমান হাকিম (১৬) গুরুতর আহত হয়। তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ‌দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজারে নেওয়া হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত গুরুতর আহতরা আল ফুয়াদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সকালে এই বিস্ফোরণের খবর পেয়ে উচ্ছুক জনসাধারণ ঘটনাস্থল পরিদর্শন করছেন কিন্তু বিস্ফোরণের কারণ জানা যায়নি। ###