হ্নীলায় পল্লী চিকিৎসক, কবিরাজ, বৈদ্য ও ঔষধ বিক্রেতাদের অংশ গ্রহণে একলাবের ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

বার্তা পরিবেশক : সীমান্ত উপজেলা টেকনাফে ম্যালেরিয়া নির্মূলে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নকারী সংস্থা একলাবের উদ্যোগে হ্নীলায় পল্লী চিকিৎসক, কবিরাজ, বৈদ্য ও ঔষধ বিক্রেতাদের অংশ গ্রহণে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলার হ্নীলা মৌলভী বাজার আর্দশ ছাত্র পাঠাগার মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় এবং একলাবের আয়োজনে স্থানীয় পল্লী চিকিৎসক, কবিরাজ, বৈদ্য ও ঔষধ বিক্রেতাদের অংশ-গ্রহণে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়। একলাবের উপজেলা ম্যানেজার জিয়াউল হক সরকারের সঞ্চালনায় এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার শংকর চন্দ্র দেবনাথ।
m 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
তিনি ওরিয়েন্টেশনে অংশ গ্রহণকারী হ্নীলা ইউনিয়নের পল্লী চিকিৎসক, কবিরাজ, বৈদ্য ও ঔষধ বিক্রেতাদের অংশগ্রহনে ম্যালেরিয়া নির্মুলের লক্ষ্যে জনসচেতনতামূলক ও প্রাথমিক স্বাস্থ্য সেবাদানকারীদের সাথে ম্যালেরিয়া রোগী রেফারেল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি আরো বলেন, টেকনাফে বিগত বছরের তুলনায় বর্তমানে ম্যালেরিয়া রোগী অনেক কমে আসছে। সকলের আন্তরিক সহযোগিতায় আগামী ২০২৫ সালের মধ্যে টেকনাফ থেকে ম্যালেরিয়া নির্মুল করা সম্ভব বলে মন্তব্য করেন। ###