হ্নীলায় জনতার সহায়তায় পুলিশের হাতে ভূঁয়া পুলিশ কর্মকর্তা আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

আজিজ উল্লাহ : হ্নীলা থেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দানকারী এক ভূঁয়া পুলিশ অফিসারকে আটক করছে মডেল থানা পুলিশ।

জানা,সোমবার(১৫ মার্চ) টেকনাফের হ্নীলা এলাকাতে টেকনাফ মডেল থানার পুলিশ কর্মকর্তা পরিচয় দিলে পুলিশের ইউনিফর্ম ও কোন ধরনের কার্ড বা অস্ত্র না থাকায় পুলিশ পরিচয় দিলে স্থানীয় মানুষের সন্দেহ হয়।

পরে তাকে মারধর করে স্থানীয় জনতা এমন সংবাদ পেয়ে এসআই নসরুল্লাহ’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গিয়ে তাকে আটক করে নিয়ে টেকনাফ মডেল থানায় নিয়ে আসা হয়। তার না ইমাম হোসান(৩৫) এবং বাড়ি কক্সবাজার বলে জানা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নসরুল্লাহ জানান, হ্নীলাতে জনতা ইমাম হোসেন নামক এক ভূয়া পুলিশকে মারধরের সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।পরবর্তীতে পরিচয় চাইলে ভূয়া পুলিশ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি’।