হ্নীলায় চায়না বাজার দোকানের উদ্বোধন

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : গ্রাহকদের চাহিদা পূরণে নিত্য-নতুন চায়নার তৈরী পণ্য নিয়ে এবার হ্নীলা ষ্টেশনে উদ্বোধন হল চায়না বাজার দোকানের।

১১জানুয়ারী দুপুর ২টারদিকে হ্নীলা নিউ মার্কেট ২য় তলায় খতমে কুরআন ও দোয়া মাহফিলের মাধ্যমে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্নীলা চায়না বাজার শোরুম এর মালিক সার্ভেয়ার মওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হ্নীলা বাজার পরিচালনা কমিটির সভাপতি ও হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হ্নীলা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বাহাদুর শাহ তপু, ইউনিয়ন ব্যাংক হ্নীলা শাখার ম্যানেজার মোহাম্মদ হানিফ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সহকারী ম্যানেজার মোহাম্মদ শরিফুল, বিশিষ্ট জমিদার মোক্তার হোসেন (দল্লা), হ্নীলা আজাদ ফার্মেসীর স্বত্তাধিকারী নুরুল হোছাইন আজাদ, হ্নীলা ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী, সহ সভাপতি মোহাম্মদ রফিক, উখিয়া উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার কবির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু চৌধুরী, হ্নীলা এপেক্স শো-রুম এর পরিচালক আব্দুর রহিম, হ্নীলা টমটম সমবায় সমিতির সভাপতি ও হ্নীলার বিশিষ্ট ব্যবসায়ী কবির হোছাইন, ব্যবসায়ী মোহাম্মদ নুর, হ্নীলার বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান, মোহাম্মদ ইলিয়াস, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ছৈয়দ আকবর (নাগু), আব্দুল করিম, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ মিন্টু, দোকানের স্বত্তাধিকারী ও হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোঃ রফিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, ব্যবসায়ী সরওয়ার কামাল,মোহাম্মদ হাসেম, মোহাম্মদ ইমাম হোছাইন, মোহাম্মদ ইমরানুল ইউছুপ, হ্নীলা এপেক্স শো-রুম এর সহকারী পরিচালক মোহাম্মদ ফোরকান, চায়না বাজার শো-রুম এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান, সহকারী মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ। এরপর প্রধান অতিথি ফিতা কেটে এই দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই দোকানে চায়নার তৈরী জুতা, সেন্ডেল, কাপড়, কসমেটিকসসহ সকল প্রকার প্রসাধনী পাওয়া যায়,বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য নতুন কালেকশন রয়েছে।

136955708 163304968517630 5845158816448058250 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর