হ্নীলায় গাছ পাচারকারী আটক

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

জসিম উদ্দিন টিপু : টেকনাফ বন বিভাগ হ্নীলায় অভিযান চালিয়ে ১গাছ পাচারকারীকে আটক করেছে ৷
বন বিভাগ সুত্র জানায়,২৯ ফেব্রুয়ারী শনিবার দুপুরে রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ, এফজি শাহিন আহমেদ ও মুখলেছুর রহমানের নেতৃত্বে বন বিভাগের লোকজন হ্নীলা বন বিটের আওতাধীন আলী আকবরপাড়া বন থেকে গাছ কেটে পাচারকালে হ্নীলা আলী আকবরপাড়ার আমীর আলীর পুত্র নূরুল আলম (২৪) কে আটক করে৷ এই সময় ঘটনাস্থল থেকে একই এলাকার মৃত আবুল খায়েরের পুত্র খাইরুল বাসার (৩২) পালিয়ে যায়।
রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে৷