হ্নীলায় কাজী নুরুল হকের বেধঁড়ক পিটুনির পর হতে প্রতিবন্ধি চম্পা নিখোঁজ : থানায় অভিযোগ (ভিডিওসহ)

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : হ্নীলার বহু অপকর্মের হোতা, জামায়াত শিবির ক্যাডার ও কাজী নুরুল হকের মধ্যযুগীয় কায়দায় বেধঁড়ক পিটুনির পর হতে নিখোঁজ রয়েছে মানসিক প্রতিবন্ধি চম্পা বেগম প্রকাশ চম্পা বু। নিখোঁজ চম্পার ভাই এই অপকর্মের প্রতিকার এবং বোনের সন্ধান চেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুত্র জানায়,গত ২১জুলাই সকাল সাড়ে ৬টারদিকে হ্নীলা বাসষ্টেশনে পূর্ব সিকদার পাড়ার মৃত শফিকুর রহমান প্রকাশ গুনু মিয়ার পুত্র,বহু অপকর্মের হোতা, জামায়াত শিবির ক্যাডার ও কাজী নুরুল হক স্থানীয় মানসিক প্রতিবন্ধি মৃত এলহাদাদ প্রকাশ এলাদুর মেয়ে চম্পা বেগম (৪৫)কে কোন কারণ ছাড়াই বড় একটি লাঠি দিয়ে দুই হাতের জোরে মারতে মারতে বাসষ্টেশনের উত্তর পার্শ্বে ফেলে দিয়ে চলে যায়। এরপর হতে উক্ত মানসিক প্রতিবন্ধি চম্পা নিখোঁজ রয়েছে।

এদিকে স্থানীয় চিহ্নিত একজন মানসিক প্রতিবন্ধিকে এই ধরনের মধ্যযুগীয় হামলার ঘটনা তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। এই ব্যাপারে প্রতিবন্ধি চম্পার ভাই আব্দুল আমিন বাদী হয়ে গত ২১ জুলাই রাতে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কথিত জামায়াত নেতা এই নুরুল হক পেশী শক্তির দাপট খাটিয়ে কবর স্থান ও সওজের জমি দখলের পাশাপাশি হ্নীলা বাসষ্টেশনের বিভিন্ন কর্মচারী, দোকান মালিক ও ব্যবসায়ীদের সাথে এই জাতীয় অশোভন আচরণ করে পার পাওয়ার পর হতে দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠায় সাধারণ মানুষ অস্বস্থিতে রয়েছে।

(সিসি ক্যামরায় ধারনকৃত মারধরের ভিডিও সংযুক্ত)