হেলাল উদ্দিন : সাম্প্রতিক সময়ে করোনাভাইরাস প্রাদূভাবে হ্নীলা ইউনিয়নে বেকার হয়ে পড়া ৮শ ৫৮টি অসহায়-দরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাক।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯টি স্থানে ৮শ ৫৮টি অসহায়-দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে আনুষ্ঠানিক নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। হ্নীলা হাইস্কুল কেন্দ্রে থেকে নগদ অর্থ সহায়তা বিতরণ উদ্বোধন করেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। এসময় সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার, রাজনৈতিক নেতাকর্মী ও ব্র্যাক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিনি উপস্থিত সকলকে করোনাভাইরাস দুঃসময়ে হতাশাগ্রস্থ না হয়ে ধৈর্য্য সহকারে দুরত্ব বজায় রেখে নিজেরা বাঁচার পাশাপাশি অপরকে বাঁচাতে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন।