বার্তা পরিবেশক : হ্নীলায় ইউনিয়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে এখনো বিভিন্ন এলাকায় সক্রিয় থাকা পাইকারী ও খুচরা মাদক বিক্রেতা, বহনকারী এবং সেবনকারীদের ব্যাপারে কড়া হুঁশিয়ারী উচ্চারণ করা হয়।
১৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় হ্নীলা ইউনিয়ন কমপ্লেক্স মিলনায়তনে হ্নীলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের এক মতবিনিময় সভা ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, এসআই সাব্বির রহমান।
এতে বক্তব্য রাখেন টেকনাফ পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি আবুল হোছন মেম্বার, ২নং ওয়ার্ড সভাপতি ফরিদুল আলম মেম্বার, সাধারণ সম্পাদক শামসুল আলম জিহাদী, ৪নং ওয়ার্ড সভাপতি হোছাইন আহমদ মেম্বার, সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক নুর মোহাম্মদ নুরু, হ্নীলা ইউপির সাবেক ৩নং ওয়ার্ড মেম্বার ছালেহ আহমদ, ৩নং ওয়ার্ড সভাপতি মুফিজুর রহমান, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম সাদেক, ৮নং ওয়ার্ড সভাপতি মৌলানা মোঃ হোছন, ৫নং ওয়ার্ড সভাপতি দেলোয়ারুল ইসলাম, সহসভাপতি মৌলানা ফেরদৌস, সাধারণ সম্পাদক আবুল কালাম আলম, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ৯নং ওয়ার্ড সভাপতি আবুল হাশেম, মাদক নির্মূল কমিটির সদস্য মোক্তার আহমদ দল্লা প্রমুখ।
এতে অতিথি ও আগত বক্তাসহ স্থানীয় চেয়ারম্যান সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে আরো অভিযান জোরদার করার আহবানকে বাস্তবায়ন করে দ্রুত সময়ে হ্নীলা ইউনিয়নকে মাদক ও ইভটিজিংমুক্ত করতে চেয়ারম্যান, প্রত্যেক মেম্বার, পুলিশ, কমিউনিটি পুলিশিং ফোরামের প্রতিটি সদস্যসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।