হ্নীলায় এনজিও কর্মীদের উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগে মেম্বারসহ ৫/৬জনের বিরুদ্ধে মামলা

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলায় জেলে পাড়া উঠান বৈঠকে স্থানীয় ইউপি মেম্বার কর্তুক কোস্ট ফাউন্ডেশন কর্মীদের উপর হামলা এবং শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত মেম্বারসহ নামীয় ২জন এবং অজ্ঞাত ৫/৬জন আসামীকে করে একটি মামলা দায়ের করা হয়েছে।

গত ২রা ফেব্রæয়ারী বিকালে কোস্ট ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক তাহরিমা আফরোজ টুম্পা বাদী হয়ে হ্নীলা ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার এবং দরগাহ পাড়ার মৃত আবুল কাশেমের পুত্র রেজাউল করিম (৩৪) এবং জনৈক ইসমাঈল (৪৫) কে নামীয় এবং অজ্ঞাত ৫/৬জনকে আসামী করে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নং-৬/১০৬, তারিখ-০২-০২-২২ইং।

এতে বলা হয়, কোস্ট ফাউন্ডেশন ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধানমন্ত্রীর এনজিও বিষয়ক ব্যুরো হতে ১২৪২নাম্বারমূলে নিবন্ধিত হয়ে ২০০১ সালে সকল উপজেলার উপকূলীয় দরিদ্র নারী-শিশু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। ২০১৭সালে রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে কক্সবাজার জেলায় মানবিক কার্য্যক্রম চালিয়ে আসছে। উখিয়া-টেকনাফের যেসব এলাকায় রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের অনুমতি স্বাপেক্ষে হ্নীলা ইউনিয়নের ১ থেকে ৭টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ ৪৮৫ পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় হ্নীলা নতুন জেলেপাড়া কাশি মোহন জলদাসের বাড়িতে ঊঠান বৈঠক চলাকালে মেম্বার রেজাউল করিম, ইসমাঈলসহ অজ্ঞাত আরো ৫/৬জন মামলার বাদীসহ আরো ৫জন নারী-পুরুষ কর্মীদের কাপড় টানা-হেঁছড়া করে এবং পুরুষ কর্মীদের মারধর করে। তা বিষয়টি মেম্বারকে বার বার বুঝানোর চেষ্টা করেও নিরুপায় হয়ে ৯৯৯ এ কল করে পুলিশী সহায়তায় রেহায় পান। পরে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর এই ঘটনার আইনী প্রতিকার চেয়ে থানায় মামলা দায়ের করেন।