হ্নীলায় এক মেম্বারের মিথ্যা মামলার হুমকিতে প্রতিপক্ষের কর্মী-সমর্থকেরা!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

বার্তা পরিবেশক : সদ্য সমাপ্ত হ্নীলা ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে বেলাল উদ্দিন বিজয়ী হওয়ার পর থেকে প্রতিদ্বন্দি অপর প্রার্থী ফোরকান মাহমুদের কর্মী-সমর্থকদের এবার প্রকাশ্যে মারধরের হুমকি-ধমকি প্রদানের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক মামলায় জড়ানোর হুংকার দিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভূক্তভোগীরা জানায়, ২৪ সেপ্টেম্বর দুপুর আড়াইটারদিকে হ্নীলা ২নং ওয়ার্ড থেকে নির্বাচিত মেম্বার বেলাল উদ্দিনের নেতৃত্বে মাদক কারবারী নুরুল আলম, হাবিব উল্লাহ, ফায়সাল, মোহাম্মদ আলী, আব্দুল আজিজ, সাইফুল, আব্দুর রহমান, হেলাল, কামালসহ ৪০/৫০জনের গ্রæপ মৌলভী বাজার লামারপাড়ায় গিয়ে কুখ্যাত মাদক কারবারী নুরুল আলমের বাড়িতে পুলিশ কে পাঠিয়েছে বলে জানতে চান। এরপর যারা এই মেম্বারের বিরুদ্ধে নির্বাচন করেছে তাদের প্রত্যেককে দেখে নেওয়া হবে। এমন কি সময় আসলে মাদক কারবারে সম্পৃক্ত এবং সন্ত্রাসে জড়িত থাকার অপরাধে ইয়াবা ও অস্ত্র মামলায় জড়িয়ে দেখে নেওয়া হবে। এমন কি আমাদের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া নাফ সীমান্ত একতা সংঘের কর্মকর্তারা আমাদের কথায় চলাফেরা না করলে এই ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর আতংকিত লোকজন দলবদ্ধ হয়ে হ্নীলা ইউপি চেয়ারম্যানের সাথে স্বাক্ষাত করে বিষয়টি অবহিত করে প্রতিকার কামনা করেন।

এই ব্যাপারে অভিযুক্ত মেম্বার বেলাল উদ্দিন জানান,আমাকে ভোট দেওয়ার অপরাধে লোকজনকে হুমকি দেওয়ার খবর পেয়ে আমি অইর পাড়া যায়। সেখানে সকলের উদ্দেশ্যে বলি যা হওয়ার হয়ে গেছে। আমরা সবাই ভাই ভাই এখানে কোন অপকর্ম চলবেনা। সবাই মিলে এলাকার স্বার্থে কাজ করি। এখানে কোন ধরনের সংঘাত-সংঘর্ষ চলবেনা বলে চলে আসি। এই কথাকে রং লাগিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আমি তাদের কোন ধরনের হুমকি দেয়নি।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, নির্বাচন শেষ হয়ে গেছে এবং যারা জয়ী হওয়ার হয়ে গেছে। তা নিয়ে কাউকে হুমকি-ধমকি এবং মিথ্যা মামলায় জড়ানোর গ্রহণযোগ্য নয়। কেউ এই পরিস্থিতির সম্মুখীন হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এলাকার সাধারণ মানুষ নির্বাচন পরবর্তী কোন ধরনের অপপ্রচার, সংঘাত-সংঘর্ষ পছন্দ করেনা। বরং যারা নির্বাচিত হয়েছেন সকলের সার্বিক সহযোগিতায় এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ######