হ্নীলায় উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন এমপি বদি

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফের হ্নীলায় মোটর সাইকেল যোগে বিভিন্ন এলাকাঘুরে উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদি এমপি। ১৪মার্চ বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী, পানখালী, মৌলভীবাজার, মরিচ্যাঘোনা, আলী আকবরপাড়াসহ বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। এসময় এমপি বদি সরকারের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত লোকজনকে যথাযথভাবে কাজ করার নির্দেশ প্রদান করেন। বর্ষার আগেই এসব এলাকার সড়ক উন্নয়ন এবং ড্রেনেজ ব্যবস্থা সম্পন্ন করতে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের আন্তরিকতার সাথে কাজ করতে বলেন। পানখালী টু মৌলভীবাজার আব্দুর জাব্বার সিকদার সড়কসহ ইউনিয়নের বিভিন্ন সংযোগ সড়কের অসামাপ্ত কাজ জনগণের চলাচলের সুবিধার্থে দ্রুত সময়ে শুরু করবেন বলে জানান। এসব এলাকার নারী-পুরুষরা এমপি বদিকে সরাসরি নিজেদের সমস্যার কথা জানান। এমপি দ্রুততার সময়ে সব সমস্যার সমাধানের আশ^াস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান-জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ.এম.ইউনুছ বাঙ্গালী, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.কে.আনোয়ার সিআইপি, মেম্বার হোছাইন আহমদ, জামাল হোছাইন, আব্দুল জাব্বার, ফরিদা মেম্বার, যুবলীগ নেতা বশির আহমদ বিএ, উপজেলা যুবলীগের সদস্য হাসান আলী পিন্টু, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মুফিজুর রহমান কাজল, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক পরিষদের হ্নীলা ইউনিয়ন সভাপতি রিদুওয়ানুল ইসলাম রিমন, যুবলীগ নেতা মো: ইদ্রীছ, বেলাল উদ্দিন প্রমুখ।#