হ্নীলায় ইয়াবার চালান নিয়ে মুক্তিপণ আদায় শীর্ষক সংবাদের একাংশের ব্যাখ্যা

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

বার্তা পরিবেশক : গত ২৭ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর টেকনাফ টুডে এবং টেকনাফ টাইম্স অনলাইনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত “হোয়াব্রাংয়ে ইয়াবার চালান ছিনিয়ে মুক্তিপণ আদায়ের ঘটনায় তোলপাড়!” এবং “হ্নীলায় মাদকের চালান খালাস ও ছিনতাই ; অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার দাবী” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি উক্ত সংবাদাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই যে, উক্ত সংবাদে একাধিক ব্যক্তির নাম এক ধরনের হওয়ায় ভূল তথ্যের কারণে আমার নামটি জড়িয়ে দেওয়া হয়েছে। মূলত এলাকার কতিপয় কুচক্রী মহল এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে লোকমুখে শোনা যায়। আমি এই জাতীয় ঘটনার সাথে জড়িত ছিলাম না।

কে বা কারা সংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে আমার নামটি জড়িয়ে দেন। আমি এধরনের জঘন্য কাজে জড়িত ছিলাম না। উক্ত সংবাদের কারণে আমাকে নিয়ে জনমনে বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে। ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার আহবান জানিয়ে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছি।

প্রতিবাদকারী :
বদি আলম
পিতা-মৃত আবুল হোছন
সাং-হোয়াব্রাং, হ্নীলা, টেকনাফ।