জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফের হ্নীলায় অনুষ্ঠিত আন্ত: উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টে লেদা ক্রিকেট একাদশ বড় ব্যবধানে জয় লাভ করেছে। ২৬ডিসেম্বর অনুষ্টিত খেলায় লেদা একাদশ নাটুমরাপাড়া ক্রিকেট একাদশকে ১০৬রানে পরাজিত করেছেন। টসে জিতে লেদার দলপতি নুরুল আমিন ফাহিম শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে লেদা ক্রিকেট একাদশ নির্ধারিত ১৮ওভারে রাজু এবং রেজার নৈপূণ্যতায় প্রতিপক্ষকে ১৮৭রানের টার্গেট বেঁধে দেয়। জবাবে নাটমুরা পাড়া ক্রিকেট একাদশ সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮১রানে অলআউট হয়ে যায়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন লেদা একাদশের আমির আব্দুল্লাহ। আম্পায়ারের দায়িত্ব পালন করেন সিরাজুল ইসলাম মাঙ্গু ও সিরাজুল মোস্তফা।