হ্নীলার লেদায় অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী ফাহিম গ্রেফতার

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলার লেদায় ১৬এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ পিস্তল ও বুলেটসহ রুবেল গ্রæপের ফাহিম নামে স্থানীয় এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ৬মে রাতের প্রথম প্রহরে লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে লেদা বাজারে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান, ১রাউন্ড কার্তুজের খোসাসহ কারান্তরীণ সন্ত্রাসী রুবেল গ্রæপের সক্রিয় সদস্য লেদার প্রবাসী হোসন আলীর পুত্র মোঃ ফাহিম (১৯) কে গ্রেফতার করে।
১৬এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত অস্ত্র ও খোসাসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###