বিশেষ প্রতিবেদক : হ্নীলা বাজারের বিশিষ্ট চাউল ব্যবসায়ী মোজাফফর আহমদ সওদাগরের বড় পুত্র শাহ্ নেওয়াজ রুবেল ইন্তেকাল করেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, ৯ নভেম্বর (সোমবার) সকাল সাড়ে ৭ টায় হ্নীলা হোয়াকিয়া পাড়ার নিজ বাড়িতে হ্নীলা বাজারের বিশিষ্ট চাউল ব্যবসায়ী মোজাফফর আহমদ সওদাগরের বড় পুত্র শাহ্ নেওয়াজ রুবেল (২৮) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওইন্নাইলাইহে রাজিউন)।
নিহতের চাচা হ্নীলা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বাহাদুর শাহ্ তপু বলেন, ভোরে ঘুম থেকে উঠে ফজরে নামাজ আদায় করে ফের ঘুমিয়ে পড়ে। ঘুুুুুমের মধ্যে স্ট্রোক করে সে মারা যায়।
বাদে আছর হ্নীলা জামিয়া দারুসসুন্নাহ মাদরাসা মাঠে রুবেলের জানাজা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, মা,বাবা, চাচা,চাচি, ভাই বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।