হ্নীলার এক রাজমিস্ত্রী অভিমানে ঘর থেকে বের হয়ে মাসের অধিক সময় ধরে নিরুদ্দেশ

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ১ বছর আগে

বিশেষ প্রতিবেদক : হোয়াইক্যং ঝিমংখালীতে বসবাসরত হ্নীলার এক রাজমিস্ত্রী পরিবারের সাথে বাক-বিতন্ডার জেরধরে অভিমানে বের হয়ে ১ মাস ৭দিন ধরে নিরুদ্দেশ রয়েছে। কোন সুহৃদবান ব্যক্তি নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে পরিবার প্রদত্ত নাম্বারে যোগাযোগের আহবান জানানো হয়েছে।

জানা যায়,সদ্য সমাপ্ত রমজান মাসের ২৩শে রমজান রাতে হ্নীলা পানখালী কোনা পাড়ার আবু বক্করের ২য়পুত্র এবং হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীতে বসবাসরত মোঃ রুবেল (২০) এর সাথে স্ত্রী সুমাইয়া আক্তার এর সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরদিন দুপুরে কাজ করতে যাওয়ার ভান করে এক জোড়া শার্ট-লুঙ্গি নিয়ে বাড়ি হতে বের ব্যবহৃত মুঠোফোন বন্ধ করে ফেলে। এরপর থেকে অদ্যবধি তার কোন খোঁজ মিলেনি। ৩ বছরের শিশু ওমর ফারুক পিতার উপস্থিতি না পেয়ে কান্নায় ঘরে শোর-গোল তুলছে। ১৩ মাসের শিশু নাহিদ পিতার অনুপস্থিতিতে শোকে শুকিয়ে যাচ্ছে।

স্বামী নিরুদ্দেশের শোকে শোকাহত স্ত্রী সুমাইয়া জানান,পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হবে আবার ছেলে-মেয়ের সুখ,শান্তির জন্য সব কিছু শলা-পরামর্শ করে দিন কাটাবে। কিন্তু এমন অভিমান করে এতদিন থাকার কথা না। আমি ছেলেদের নিয়ে একেবারে অসহায় হয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েছি। নাকি অজানা কোন বিপদ হল তাও অবগত নয়। যেখানে থাকুক না কেন ছেলেদের সুখের স্বার্থে ফিরে আসার আহবান জানাচ্ছি।

নিখোঁজ যুবক রুবেলের পিতা আবু বক্কর জানান,আমার ছেলে কোন অভিমানে আতœগোপনে রয়েছে জানিনা। তোমার শোকে আমরা একেবারে ভেঙ্গে পড়েছি। তোমার মা-বাবা আর ছেলেদের স্বস্তির জন্য বাবা তুমি বাড়িতে ফিরে আসার জন্য আহবান জানাচ্ছি।

কোন সুহৃদবান ব্যক্তি উপরোক্ত ছবির রাজমিস্ত্রীর সন্ধান পেলে নিম্মোক্ত পিতা আবু বক্কর-০১৮২৬-৯৮০১৯৬ ; শ^াশুড় সুরত আলম-০১৮৯০-০৯৯০১৪ মোবাইল নাম্বারে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ জানানো যাচ্ছে। ###