হ্নীলায় ৮০হাজার ই-য়া-বা-সহ দুই মা-দ-ক কারবারী গ্রেফতার ; মূল চক্রের শেকড় উপড়ে ফেলার দাবী

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৬ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলা মৌলভী বাজারে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৮০হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এই সীমান্ত পয়েন্টের বেড়িবাঁধ কেন্দ্রিক গড়ে উঠা শক্তিশালী মাদক কারবারী সিন্ডিকেটের মূল শেকড় উপড়ে ফেলার দাবী তুলেছে সচেতন মহল।

সুত্র জানায়,১৪ জুলাই দুপুর সোয়া ১২টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল টেকনাফ হ্নীলা ইউপির মৌলভী বাজারের মুসলিম পাড়ায় জনৈক জানে আলম এর বসত ঘরের ভিতর কতিপয় মাদক কারবারী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে জানে আলম জানুর পুত্র রবি আলম (২৭) এবং নাজির হোসেনের পুত্র বশির আহমদ (৩৫) কে ১টি চটের বস্তাসহ গ্রেফতার করতে সক্ষম হলেও আরো ১জন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদ্বয়ের নিজ হাতে বের করে দেওয়া মতে একটি চটের বস্তার ভিতরে হতে ৮০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ধৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা এবং পাঁচারের সাথে জড়িত। তারা বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা অবৈধ পথে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে থাকে। তৎপরবর্তীতে বিভিন্ন জায়গায় মজুদ করে খুবই চতুরতার সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে আসছিল বলে জানায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহলের মতে, স্থানীয় মকবুল আহমদের পুত্র জুহুর আলম, বেড়িবাঁধ এলাকার মৃত মোহাম্মদ আলী ওরফে মধুর পুত্র মাঈন উদ্দিন,আবছার উদ্দিনসহ ২৫/৩০জনের একটি স্বশস্ত্র মাদক সিন্ডিকেট স্থানীয় নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক নেতা এবং প্রভাবশালীদের সাথে সখ্যতা রেখে মাদকের এই অপতৎপরতা চালিয়ে আসছে। যাদের বিভিন্ন অপকর্মে এলাকার মানুষ অতিষ্ঠ। তাই এই চক্রের শেকড় উপড়ে ফেলতে না পারলে অত্র এলাকার সম্ভাবনাময় যুব সমাজ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। ###