হ্নীলায় ৮০হাজার ই*য়া*বা বোঝাই অটোরিক্সা ফেলে পালাল পাচারকারী

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ মাস আগে

হুমায়ূন রশিদ : হ্নীলায় ভোরে মাদকের চালান খালাস করে গন্তব্যে পৌঁছানোর আগেই বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৮০হাজার ইয়াবা বোঝাই অটোরিক্সা জব্দ করেছে।

সুত্র জানায়, ২নভেম্বর সকাল সাড়ে ৬টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১২ হতে প্রায় ৪ কিঃ মিঃ দক্ষিণ-পশ্চিমে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের আলীখালী এলাকা দিয়ে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল আলীখালী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশী কার্যক্রম শুরু করে। কিছুক্ষণ পর হঠাৎ একটি সন্দেহভাজন অটোরিক্সা অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য সংকেত দেয়া হয়। পরে উক্ত অটো রিক্সাটি বিজিবি অস্থায়ী চেকপোস্টের দিকে আসতে থাকলে অটো রিক্সায় থাকা একজন যাত্রী দ্রæত অটো রিক্সা হতে লাফ দিয়ে দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে টহলদল অটোরিক্সাটি তল্লাশী করে উক্ত যাত্রীর ফেলে যাওয়া একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান,বিজিবি টহলদল কর্তৃক ৮০হাজার ইয়াবা জব্দ হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারীদের সনাক্ত করার জন্য ব্যাটালিয়ন সদরের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে হঠাৎ করেই টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে সংঘবদ্ধ ও স্বশস্ত্র মাদক কারবারী চক্রের অপতৎপরতা হঠাৎ করে বেড়ে যাওয়ায় সচেতন মহলে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ###